সুবর্ণ জয়ন্তী বর্ষে বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদে এবার দুর্গা মণ্ডপ জনপ্রিয় সিনেমা বাহুবলীর সেটের আদলে তৈরি হচ্ছে। বাহুবলী ১ ও ২-এর বিভিন্ন দৃশ্য তুলে ধরা হবে মণ্ডপ জুড়ে। বিগ বাজেটের বাহুবলী সিনেমার মতই বিগ বাজেটের পুজো মণ্ডপ তৈরি করছে দুর্গাপুরের অগ্রণী। ৩৪ লক্ষ টাকা বাজেটের বাহুবলীর সেটের মূল প্রবেশদ্বারে থাকছে ‘বাহুবলী’, দক্ষিণের সুপার স্টার প্রভাসের বিশালাকৃতি মূর্তি। কাঁধে শিবলিঙ্গ। বাহুবলী রথ টেনে নিয়ে যাচ্ছে। তাঁকে প্রতিরোধ করছে ঐরাবত। বল্লাল দেবের সুউচ্চ মূর্তিও থাকছে অগ্রণীর মণ্ডপে। বাহুবলী ১ ও ২-এর বিভিন্ন দৃশ্যের মতো করে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। পূর্ব মেদিনীপুরের হেড়িয়ার শিল্পীরা মণ্ডপটিকে বাহুবলীর সেটের রূপ দিতে গত দু’মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছেন। শিল্পীদের দাবি পুজো মণ্ডপে এসে এবার দর্শকরা বাহুবলী সিনেমাটাই চোখের সামনে দেখতে পাবেন। দুর্গামূর্তি ও আলোকসজ্জা বাহুবলীর সেটের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষিণী আদলে করা হচ্ছে। মণ্ডপে বাহুবলীর বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে মূলত প্লাইউড ও থার্মোকল। তবে দর্শকদের এবার অগ্রণী সাংস্কৃতিক পরিষদের বৃহদাকার বাহুবলীর সেট দেখতে ক্লাব প্রাঙ্গণে নয় বেনাচিতি মহিষ্কাপুর স্কুল মাঠে যেতে হবে।
দেখুন ২০১৬ সালে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো