আগুনে ভস্মীভূত হল দুর্গাপুরের প্রান্তিকার এ-জোন ফাঁড়িটি। নববর্ষের ভোর বেলায় এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অগ্নিকান্ডের ঘটনায় গোটা ফাঁড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ বহু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনীর এক আধিকারিক শ্যামল মন্ডল বলেন, ‘আমাদের পুলিশ জানিয়েছে শনিবার সকাল পাঁচটা নাগাদ ফাঁড়ির অফিস রুমের একটি কক্ষে সিসিটিভি বক্সে প্রথম আগুন লক্ষ্য করা যায়। তারপর ডিভিআর মেশিনটি বিষ্ফোরণ ঘটে প্রচন্ড শব্দে। আর তারপর আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। মুহূর্তের মধ্যে গ্রাস করে অফিসে থাকা গুরুত্বপূর্ণ ফাইল এবং আসবাবপত্রে।’

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে সঙ্গে স্থানীয় তালতলা বস্তির বাসিন্দারা পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পান্ডে, ওসি দুর্গাপুর সৌমেন ঠাকুর। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে এটি প্রবল দাবদাহে উতপ্ত হয়ে সিসি ক্যামেরার ডিভিআর মেশিনটি বিষ্ফোরণ ঘটেছে। তাছাড়া শট সার্কিটের বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Like Us On Facebook