.
২০১৭ সালে মণ্ডপ সজ্জায় রবীন্দ্র সঙ্গীতের ‘খাঁচার পাখি, বনের পাখি’র বাস্তব রূপ দিয়েছিলেন দুর্গাপুরের অম্বুজার ঊর্বশী সর্বজনীন দুর্গাপুজা কমিটির সদস্যরা। বাঁশ, কাঠ প্লাইউড দিয়ে তৈরি মণ্ডপে কৃত্রিমভাবে তৈরি জঙ্গলে ছাড়া পাখি ও খাঁচায় বন্দি পাখির জীবন ও যন্ত্রণা তুলে ধরা হয়েছিল। এই জন্য মণ্ডপে কৃত্রিম জঙ্গল ও অজস্র খাঁচা তৈরি করা হয়। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছিল প্রতিমা।
Like Us On Facebook