অন্ডাল বিমানবন্দরে নির্মাণ কাজের বরাত পেয়ে দুর্গাপুরের কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য বিভিন্ন মেশিন ভাড়ায় নিয়ে চুক্তি মতো বকেয়া টাকা না মেটানোর অভিযোগে মুম্বাইয়ের মোহালি কনস্ট্রাকশন লিমিটেডের দুই কর্নধারকে দুর্গাপুরের ডিটিপিএস থানার পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর আদালতে হাজির করল।
জানা গেছে, ধৃত দু’জন হলেন সম্পর্কে ভাই বোন। নাম সোনাল হরিহর ভাইভাট এবং ভবেশ হরিহর ভাইভাট। ধৃতদের ধরতে দুর্গাপুর পুলিশ বেশ কয়েকবার মুম্বাই গেলেও অভিযুক্তরা গ্রেফতারি এড়াতে বারবার ঠিকানা বদল করায় তাঁদের ধরতে দুর্গাপুরের পুলিশকে বেশ বেগ পেতে হয়। শেষমেশ পুলিশ ফাঁদ পেতে এই দুই ভাই বোনকে ধরে দুর্গাপুরে আদালতে হাজির করে।
জানা গেছে, অন্ডাল এয়ারপোর্ট নির্মাণকারী সংস্থা বেঙ্গল এয়ারোট্রোপলিস প্রজেক্ট লিমিটেড (বিএপিএল)-এর কাছ থেকে নির্মাণ কাজের বরাত পায় সিমপ্লেক্স লিমিটেড। পরে সিমপ্লেক্স লিমিটেড সেই কাজ করার দায়িত্ব দেয়(সাব কন্ট্রাক্ট) মুম্বাইয়ের মোহালি কনস্ট্রাকশনকে। মোহালি কনস্ট্রাকশন নির্মাণ কাজ করতে দুর্গাপুরের মিত্র কনস্ট্রাকশনের থেকে নির্মাণ কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম ভাড়ায় নেয়। নির্মাণ সরঞ্জাম ভাড়ায় নিতে মোহালি কনস্ট্রাকশন ১ কোটি ৩২ লাখ টাকায় চুক্তি করে মিত্র কনস্ট্রাকশনের সঙ্গে। কাজ সম্পন্ন হলে ৬৪ লাখ টাকা দিলেও মিত্র কনস্ট্রাকশনকে বকেয়া ৬৮ লাখ টাকা আর দেয়নি বলে অভিযোগ। দীর্ঘদিন অপেক্ষার পর মিত্র কনস্ট্রাকশনের কর্নধার শ্যামল মিত্র মোহালি কনস্ট্রাকশন লিমিটেডের দুই কর্ণধার সোনাল ও ভবেশের নামে ২০১৭ সালের ১২ ডিসেম্বর ডিটিপিএস থানায় অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই দুর্গাপুরের পুলিশ বারবার মুম্বাই গেলেও সোনাল ও ভবেশে বারবার ঠিকানা বদল করায় দুই ভাই-বোনকে ধরতে পারছিল না। জানা গেছে, এবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মুম্বাই গিয়ে দুই ভাই-বোনকে ধরতে সক্ষম হয় এবং দুর্গাপুরে নিয়ে আসে।