দুর্গাপুরের দামোদর ব্যারেজের লকগেট মেরামতির জন্য ৩ জুন পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর ৪টা পর্যন্ত সমস্ত রকমের যানচলাচল বন্ধ রাখা হচ্ছে। কেবল অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি ছাড়া অন্য গাড়ি রাত ১১ টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে, এই নিষেধাজ্ঞা ২৩ মে থেকে কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে দামোদর ব্যারেজের লকগেট ভেঙে বিপর্যয় ঘটে। ব্যারেজ জলশূন্য হয়ে পড়ে। পানীয় জলের অভাবে দুর্গাপুরের মানুষ চরম দুর্ভোগে পড়েন। সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে ফের লকগেট মেরামতি করা হয়। এরপরে পরবর্তী সময়ে নতুন লকগেট বসানো হয়। কিন্তু সেই সময় দামোদর ব্যারেজের পুরানো লকগেট গুলিকে মেরামতির জন্য চিহ্নিত করা হয়। ২৩ মে থেকে সেইসব পুরানো লকগেট মেরামতির কাজ শুরু হয়েছে বলেই রাতে আপাতত কয়দিনের জন্য দামোদর ব্যারেজের উপর দিয়ে যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে এবার দামোদর ব্যারেজের মেরামতির জন্য দুর্গাপুর মহকুমা প্রশাসন বা পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন নোটিশ দেওয়া হয়নি। বাঁকুড়া জেলা প্রশাসন থেকে মেরামতির জন্য ব্যারেজ বন্ধ থাকার নোটিশ ব্যারেজর উপর দেওয়া হয়েছে।


Like Us On Facebook