ঘুর্ণাবর্তের জেরে টানা বৃষ্টিতে দুর্গাপুরের মহকুমা আদালতে জিআরও অফিস জলে ভাসল। বুধবার থেকে টানা বৃষ্টিতে দুর্গাপুর মহকুমা আদালত জিআরও কার্যালয় সহ আদালত বিল্ডিংয়ের নীচের তলার প্রায় সমস্ত ঘরগুলিতে বৃষ্টির জল ঢুকে যায়। ফলে আদালতের জিআরও কার্যালয় সহ অন্যান্য অফিসের ঘরগুলিতে বেশ কিছু কাগজপত্র ভিজে যায়।
বহুদিনের পুরানো আদালত ভবনে প্রতিবছরই বর্ষায় বৃষ্টির জল ঢুকে পড়ে। প্রতিবছর একই চিত্র দেখা যায়। যদিও জিআরও কার্যালয়ের কর্মীরা এই বিষয়ে মুখ খোলেননি। নাম জানাতে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, বর্ষার জলে প্রতিবছর জিআরও কার্যালয় ভেসে যায়। এবছরও ভাসল। বেশ কিছু কাগজপত্র ভিজে গেছে। উল্লেখ্য, দুর্গাপুর মহকুমা আদালত এডিডিএ’র বিল্ডিংয়ে বর্তমানে চলছে। দীর্ঘ দিন ধরে আদালতের জিআরও সহ বেসমেন্টের অফিসগুলি সংস্কার হয়নি। এদিকে ২৯ জুলাই দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবনের শিলান্যাস হতে চলেছে। নতুন ভবন হলে আদালতের জিআরও কার্যালয়ের দুর্ভোগ কমবে বলে আশায় রয়েছেন জিআরও কার্যালয়ের কর্মীরা।