নিম্নচাপের প্রভাবে রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে দুর্গাপুরের জনজীবনও স্তব্ধ হয়ে গেল। সোমবার বিকেল থেকে শুরু হওয়া ঝিরি ঝিরি বৃষ্টি রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়া সহ চরম দুর্যোগে পরিণত হয়। ফলে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জলজমে, গাছ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে জনজীবন স্তব্ধ হয়ে যায়। সঙ্গে বিদ্যুৎ ও মোবাইল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়ে। দুর্গাপুরের মেনগেট, তামলা, ওয়ারিয়া, মানা, খাটপুকুর এলাকা ভেসে যায়, বাড়িঘর প্লাবিত হয়, তাছাড়া দুর্গাপুরের বেনাচিতি বিদ্যাসাগর পল্লী, শ্রী নগর পল্লী এলাকায় স্টীল টাউনশিপের হাই ড্রেনের জল উপচে পড়ে এলাকা প্লাবিত হয়।
দুর্গাপুরের মহকুমা কার্যালয়ে মহকুমাশাসক শঙ্খ সাঁতরা দুর্গতদের সব রকম সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলেন। মঙ্গলবার সকালে মহকুমা শাসক শঙ্খ সাঁতরা মহকুমা কার্যালয়ের আধিকারিকদের নিয়ে দুর্গত এলাকা পরিদর্শনে যান এবং দুর্গতদের পাশে দাঁড়ান।