দীর্ঘ প্রায় সাড়ে চার বছর সেইলের শ্রমিকদের বেতন চুক্তি বকেয়া রয়েছে বলে দাবি কর্মীদের। এই বিষয়ে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রকের ক্রমাগত টালবাহানার প্রতিবাদে সেইলের সমস্ত শ্রমিক ইউনিয়নের যৌথ মঞ্চ ৩০ জুন সেইলের সমস্ত ইউনিটে সার্বিক ধর্মঘটের ডাক দিল। ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের মেন গেটের সামনে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনশন অবস্থানের কর্মসূচি পালন করল শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। যৌথ মঞ্চ থেকে সুকান্ত রক্ষিত বলেন, ৭ টি ট্রেড ইউনিয়ন মিলে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ প্রতীকী অনশন পালন করা হচ্ছে। কর্তৃপক্ষ প্রায় ৫৪ মাস বেতন চুক্তির বিষয়ে সমঝোতা করছে না। তাই এই আন্দোলন ও ধর্মঘট। কংগ্রেসের শ্রমিক সংগঠনের সহ-সম্পাদক নবীন গাঙ্গুলি জানান, আগামী কাল থেকে ধর্মঘটে নামছে সমস্ত শ্রমিকেরা আর তাতে কারখানার উৎপাদনও ব্যাহত হতে পারে।