দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত কর্মীর নাম সুজিত রায় (৩০)। দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রাফিক ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন সুজিতবাবু। মঙ্গলবার সকালে দুর্গাপুর স্টিল টাউনশিপ কণিষ্ক রোডে তাঁর কোয়ার্টার থেকে সুজিত রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় মানুষ জানান, মিশুকে স্বভাবের সুজিতবাবু সোমবার রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে স্বাভাবিক ভাবেই আড্ডা দিয়ে কোয়ার্টারে ফেরেন। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন এবং মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো স্বাভাবিক ভাবেই ঘুম থেকে ওঠেন। তারপর সুজিতবাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তাঁর কোয়ার্টার থেকে। সুজিতবাবুর পরিবার সহ এলাকার মানুষ সুজিতবাবুর এই রহস্যময় অকাল মৃত্যুতে স্তম্ভিত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?