আস্ত এক ক্রেপ ব্যান্ডেজে গলায় ফাঁস লাগিয়ে বাড়ির পাশে ডেকরেটরের রাখা বাঁশে ঝুলে পড়ে আত্মহত্যা করলেন দুর্গাপুরের এক মাঝবয়সি ব্যক্তি। বুধবার এই ঘটনায় দুর্গাপুরের অশোক অ্যাভিনিউ এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী প্রবীর সুর (৫৯) বাড়ির দৈনন্দিন কাজ কর্ম সেরে বাড়ির পাশের এক দোকান থেকে একটা ক্রেপ ব্যান্ডেজ কিনে পাশেই এক ডেকরেটারের দোকানের রাখা বাঁশে ওই ক্রেপ ব্যান্ডেজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা প্রবীর বাবুকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক অশান্তির জেরে প্রবীর বাবু আত্মহত্যা করেছেন। পুলিশ রহস্য উন্মোচন করতে তদন্তে নেমেছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রবীর বাবুর পাঁচ সন্তান রয়েছেন।
Like Us On Facebook