ডিএসপি’র মূখ্য জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার জানান, জলের যোগান অনুযায়ী বৃহস্পতিবার বিভিন্ন ট্যাঙ্ক থেকে দিনে একবার করে জল সরবরাহ করা হবে।
বি-জোন-এর ৩, ৫, ৬, ৭, ও ৯ নং ট্যাঙ্ক থেকে বুধবার জল সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবারও ওই সমস্ত ট্যাঙ্কগুলি থেকে দিনে একবার করে জল সরবরাহ করার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ-জোন-এর ৮ ও ১০ নং ট্যাঙ্ক থেকে শুক্রবার দিনে একবার করে জল সরবরাহ করা হবে। এছাড়াও ১,২ ও ৪ নং ট্যাঙ্ক থেকে জোগান অনুযায়ী জল বন্টন করা হবে। যে সমস্ত এলাকায় ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করা যাচ্ছে না, সেই সমস্ত এলাকায় জল বন্টনের জন্য ট্যাঙ্কার পাঠান হবে বলে জানা গেছে। যে সমস্ত এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে সেগুলি হল, কনিষ্ক রোডের ৬নং স্ট্রীট, ১এ, ১বি, ১সি, ১ডি স্ট্রীট। এছাড়াও এইচবি রোডের ১ থেকে ১০ নং এলাকায়।
Like Us On Facebook