দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে ডিএসপি কারখানার ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল প্রতিযোগিতার ম্যাচ খেলতে গিয়ে মাঠেই মৃত্যু হল বিহারের বেগুসয়ারের বাসিন্দা রাজেন চৌধুরী নামে ইস্পাত কারখানার এক শিক্ষানবিশের। জানা গেছে, খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় রাজেনের।
শুক্রবার বিকেলে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে ফুটবল খেলা চলাকালীন রাজেন হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সকলে মিলে রাজেনকে প্রাথমিক চিকিৎসা দিতে চেষ্টা করেন। কিন্তু বেশ কিছুক্ষণ সময় নষ্ট হয়ে যায়। পরে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে রাজেনকে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই খবর চাউর হতেই দুর্গাপুর ইস্পাত কারখানার সমস্ত কর্মীরা একজোট হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে খেলার মাঠে চিকিৎসার ব্যবস্থাপনার অভাব ও অ্যাম্বুলেন্স না থাকার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন। দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের ডিজিএম(পার্সোনেল) অঞ্জনি সরনির দফতরের সামনে মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক সাহায্য দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন। খবর সংগ্রহ পর্যন্ত দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন বলে জানা গেছে।