বিদ্যুৎ খরচ কমাতে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীন এনার্জি এফিসিয়েন্সি সাভির্সেস লিমিটেডের (ইইএসএল) সঙ্গে সাত বছরের চুক্তি করল। প্রাথমিক ভাবে এক মাসের মধ্যে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড কারখানা ও ডিএসপি স্টিল টাউনশিপের প্রয়োজনীয় উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয় ও খরচের একটি পরীক্ষা মুলক রিপোর্ট দেবে ডিএসপি কর্তৃপক্ষকে। সেই রিপোর্টে ডিএসপি কর্তৃপক্ষ উৎপাদিত বিদ্যুৎ কি ভাবে সঞ্চয় ও প্রয়োজনীয় পরিমাণে খরচ করবে তার বিস্তারিত পরামর্শ দেওয়া থাকবে বলে জানা গেছে। এর পরবর্তি পর্যায়ে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস সংস্থাটি কারখানায় অতিরিক্ত বিদ্যুৎ খরচ সম্পন্ন যন্ত্রাংশ বদলে উন্নততর যন্ত্রাংশ লাগানো সহ টাউনশিপ এলাকায় পুরানো হ্যালোজেন বদলে উন্নতর মানের বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি আলো লাগানোর পরামর্শ ডিএসপি কর্তৃপক্ষকে দেবে বলে জানা গেছে। তা ছাড়া কোন আপদকালীন পরিস্থিতিতে আলো সম্পর্কিত কোন বিষয়ে বিশেষ কাজ করার দক্ষতা রয়েছে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেসের বলে ডিএসপি সূত্রে জানা গেছে। দেশে প্রায় তিরিশ হাজার এলইডি আলো প্রত্যেকদিন লাগানোর ক্ষমতা সম্পন্ন এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেডের উপর ভরসা করেই ডিএসপি কর্তৃপক্ষ বিদ্যুৎ সংক্রান্ত সমস্ত খরচ কমাতে এবং কারখানার উৎপাদিত বিদ্যুৎ সঞ্চয়ের লক্ষেই পেশাদার সংস্থা এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেসের সঙ্গে সাত বছরের মউ স্বাক্ষর করল ডিএসপি টাউন সার্ভিসের জেনারেল ম্যানেজার গৌতম সাহা ও এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেসের রিজিওনাল ম্যানেজার উষা মেনন বোস।
Like Us On Facebook