পানীয় জল সংকটের মিটিং-এ ডিএসপি আধিকারিকদের মারধরের ঘটনায় কড়া ব্যবস্থা নিল ডিএসপি কর্তৃপক্ষ। অভিযুক্ত ৪ কর্মীর মধ্যে ২ জনকে  বহিষ্কার করল ডিএসপি কর্তৃপক্ষ। বুধবার দু’জন কর্মীকে শোকজ ও বাকি দু’জনকে সরাসরি বহিষ্কারের চিঠি ধরিয়ে দিল ডিএসপি কর্তৃপক্ষ। শোকজ করা হয়েছে সঞ্জয় বর্ধন ও পল্লব মুখার্জীকে এবং বহিষ্কৃত দুই কর্মীর নাম হল জয়ন্ত রক্ষিত ও কমলজিৎ সিং। অভিযুক্ত চারজনই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির প্রত্যক্ষ কর্মী। ডিএসপির জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার বলেন, ডিএসপি টাউনশিপের পানীয় জল সংকট নিয়ে ৭ মে টিএ বিল্ডিং-এর মিটিং-এ ডিএসপির দুই আধিকারিক জিএম গৌতম সাহা ও এজিএম অমিতাভ রায়কে শাররীক হেনস্থা করার অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছিল ডিএসপির চার কর্মীর বিরুদ্ধে। আইন মেনেই দু’জনের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং বাকি দু’জনকে সরাসরি বহিষ্কার করেছে ডিএসপি কর্তৃপক্ষ। এই খবর চাউর হতেই দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে উত্তেজনা ছড়ায়। পানীয় জল সংকটের সময় মানুষের দুর্ভোগের কথা ভেবে দলীয় কর্মীরা ডিএসপি আধিকারিদের উপর চড়াও হওয়ার অভিযোগে এই ভাবে সরাসরি বহিষ্কারের পথ নেওয়ায় ডিএসপি কর্তৃপক্ষর উপর ক্ষুদ্ধ আইএনটিটিইউসির স্থায়ী কর্মী সংগঠন। সংগঠন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বহিষ্কৃত কর্মীদের বিষয়ে দলের নেতারা কথা বলবেন ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে। ফলপ্রসু না হলে শুক্রবার থেকে লাগাতার আন্দোলনের পথ বেছে নেবেন দলের নেতা কর্মীরা। এদিকে পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে  ডিএসপি টাউনশিপে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করল ডিএসপি  কর্তৃপক্ষ।

Like Us On Facebook