সমবায় ব্যাঙ্কের উৎকৃষ্ট মানের গ্রাহক পরিষেবা দেবার জন্য দুর্গাপুরের স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক রাজ্য সরকারের সমবায় ভুষণ উপাধি পেল। কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ১১, ১২ ও ১৩ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের সমবায় মেলা। এই সমবায় মেলায় দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান অনুপ কুমার রায় ও ভাইস চেয়ারম্যান অভিজিৎ বসুর হাতে সমবায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সমবায় ব্যাঙ্কের অন্যতম সেরা সম্মান সমবায় ভূষণ পুরস্কারের ট্রফি ও শংসাপত্র তুলে দেন রাজ্য সমবায় মন্ত্রী অরুপ রায় ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের মহিলা পরিচালিত মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্মকর্তাদের হাতেও সমবায়শ্রী পুরস্কার তুলে দেওয়া হয়। জানা গেছে কনটাই সমবায় ব্যাঙ্কের অসামান্য অবদানের জন্য এদিন ‘সমবায় রত্ন’ পুরস্কারে ভূষিত করা হয় কনটাই সমবায় ব্যাঙ্ককে। জানা গেছে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে অত্যাধুনিক ও উন্নতর গ্রাহক পরিষেবা দেবার জন্য মর্যাদার বিচারে রাজ্যের সেরা সমবায় ব্যাঙ্ক হিসাবে কনটাই সমবায় ব্যাঙ্ক পেল ‘সমবায় রত্ন’ পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ‘সমবায় ভূষণ’ পেল দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ও তৃতীয় পুরস্কার ‘সমবায় শ্রী’ পেল দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। সমবায় ব্যাঙ্কের ক্ষেত্রে রাজ্যের সেরা তিন পুরস্কারের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দুর্গাপুরের দুটি সমবায় ব্যাঙ্ক পাওয়ায় সমবায় আন্দোলনে দুর্গাপুর রাজ্যের অন্যতম সেরা স্থান হিসাবেও চিহ্নিত হল। ১১ এপ্রিল সন্ধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সমবায় মেলার উদ্বোধন করেন। সমবায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের এক ঝাঁক মন্ত্রী উপস্থিত ছিলেন। দক্ষিণ বঙ্গের অন্যতম সেরা সমবায় ব্যাঙ্ক হিসাবে গত পাঁচ বছরে দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক কাজের নিরিখে ও উন্নততর ও অত্যাধুনিক গ্রাহক পরিষেবা দেবার জন্য পশ্চিমবঙ্গ সমবায় ইউনিয়ন ২০১৩, দিল্লীতে অনুষ্ঠিত এফসিবিএ ২০১৬ প্রথম ২টি ও ১১ এপ্রিল সমবায় মেলায় সমবায় ভূষণ ২০১৭ পুরস্কার পেল। দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান অনুপ কুমার রায় বর্ধমান ডট কম কে বলেন, ‘আমাদের ব্যাঙ্কের প্রতিটি কর্মীর অপরিসীম পরিশ্রম ও গ্রাহকদের সহযোগিতার ফলেই গত পাঁচ বছরে দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক দক্ষিণ বঙ্গের সেরা সমবায় ব্যাঙ্কের শিরোপা পেয়েছে। এই পুরস্কার আমাদের ব্যাঙ্কের সকল কর্মী ও গ্রাহককে উৎসর্গ করলাম।’
Like Us On Facebook