জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় দৃঢ়ভাবে সামাজিক কর্তব্য পালন করার জন্য পশ্চিম বর্ধমান জেলার প্রথম সারির কোভিড-যোদ্ধাদের ‘সন্মান’ দিলেন দুর্গাপুরের ডিএসএমএস কলেজের রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা। ডিএসএমএস কলেজের রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট চিকিৎসক, পুলিশ কর্মী, ফায়ার সার্ভিস, সংবাদ মাধ্যমের কর্মী সহ ১৯ জন প্রথম সারির কোভিড-যোদ্ধাদের সন্মান জানাতে ‘সন্মান’ স্মারক কোভিড যোদ্ধাদের হাতে তুলে দেন।
সম্প্রতি ডিএসএমএস কলেজের রোটার্যাক্ট ক্লাবের জয়েন্ট সেক্রেটারি বিকাশ কেশরী, ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রবি রঞ্জন কুমার আসানসোল অঞ্চলের চিকিৎসক ডা. বেণুধর মুখার্জী ও নির্ভিক বাংলার সাংবাদিক জামুড়িয়া বাজারের বিক্রম রাওয়ানিকে কোভিড পরিস্থিতিতে নিজেদের কাজের প্রতি অসামান্য দায়িত্ব পালনের জন্য সম্মাননা ‘সন্মান’ তাঁদের হাতে তুলে দেন। রোটার্যাক্ট ক্লাবের যুগ্ম কোষাধ্যক্ষ অন্বেষা মুখার্জী, রোটার্যাক্ট ক্লাবের ডিরেক্টর(ক্লাব সার্ভিস) সন্দীপ সিং সাইনি এবং ক্লাবের সভাপতি আবির জোয়ারদার প্রথম সারির কোভিড যোদ্ধা দুর্গাপুরের সুকন্যা ব্যানার্জী ও চিকিৎসক ডা. দীপক কুমার গুপ্তাকে সন্মাননা জানান এবং হাতে ‘সন্মান’ স্মারক তুলে দেন। এছাড়াও তাঁরা দুর্গাপুর সিটি সেন্টার অগ্নিনির্বাপণ কেন্দ্রের ওসি সুশান্ত চ্যাটার্জীকে ‘সন্মান’ স্মারক তুলে দেন।
ডিএসএমএস কলেজ দক্ষিণ বঙ্গের একমাত্র কলেজ যেখানে ম্যানেজমেন্ট পড়াশোনার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীরা পেশাগত পঠনপাঠনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জন্য বিশেষ প্রশিক্ষণের সুযোগ পায়। ডিএসএমএস কলেজ ক্যাম্পাসে রয়েছে রোটার্যাক্ট ক্লাব। কলেজের ছাত্র-ছাত্রীরা স্বাধীনভাবে অত্যাধুনিক মানেজমেন্ট পড়াশোনার সুযোগ পায়। সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে এখান থেকে নিশ্চিত ভবিষ্যৎ গড়তে তুলতে পারে।