দুর্গাপুরে প্রশাসনিক নির্দেশে ভুয়ো চিকিৎসক ধরার অভিযান চলছে ধারাবাহিকভাবে। দুর্গাপুর মহকুমা প্রশাসন, দুর্গাপুর নগর নিগমের যৌথ উদ্যোগে এই অভিযান চলছে। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় এখনও পর্য্যন্ত বেশ কিছু ভুয়ো চিকিৎসকের চেম্বারে হানা দিয়েছেন আধিকারিকরা। কেউ হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে অ্যালোপ্যাথি অথবা কেউ দশ-বারোর শিক্ষায় হাতুড়ে হয়ে এমবিবিএস চিকিৎসক রুপে রোগী দেখার অপরাধে ধরা পড়েছে। অভিযান দল প্রত্যেকের সার্টিফিকেট গুলি পরীক্ষা করছেন বলে জানা গেছে। সূত্রের খবর, বৈধ কাগজ না দেখাতে পারার দায়ে বেশ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর।
Like Us On Facebook