.
সোমবার পানীয় জলের দাবিতে ভাতাড় ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন ভাতাড় ব্লকের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ৬ মাস ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে গ্রামে। জলস্তর নেমে যাওয়ায় বেশীরভাগ নলকূপ অকেজো হয়ে পড়েছে। সজল ধারা প্রকল্পের জন্য তৈরি পাইপলাইন নিম্ন মানের পাইপ ব্যবহার করার ফলে কয়েক মাসের মধ্যেই পাইপ ফেটে যাওয়ায় গ্রামে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভীষণ গরমে জলের সমস্যায় গ্রামবাসীরা প্রচন্ড অসুবিধায় পড়েছেন। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামে জলের সমস্যার কথা প্রশসনকে জানালেও প্রশাসন কোন ব্যবস্থা নেয় নি। সেই জন্যই সোমবার তাঁরা জলের সংকট দূর করার দাবিতে বিডিও অফিসে বিক্ষোভে সামিল হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের আশ্বাসে বিক্ষোভ ওঠে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook