একটি ধর্মীয় সংস্থার ভাড়া নেওয়া দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচারের একটি হলঘরে কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার ভবনের সামনে ধর্নায় বসলেন ওই ধর্মীয় সংস্থার সদস‍্যরা।

দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় ওই ধর্মীয় সংস্থার পাশে দাঁড়াতে শনিবার দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার ভবনের সামনে ধর্নায় বসে পড়েন। দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার কর্তৃপক্ষ এবং ওই ধর্মীয় সংস্থার মধ্যে পরস্পরবিরোধী বক্তব্যে ক্রমশ পারদ চড়তে থাকে দিনভর।

ওই ধর্মীয় সংস্থার এক প্রতিনিধি বলেন, মোটা অঙ্কের টাকা দিয়ে ১২ বছর ধরে সপ্তাহে দু’দিন আমরা শিক্ষামূলক অনুষ্ঠান ও প্রার্থনা সভা করে আসছি। অথচ সভাঘরটির কোন মেরামতি করছেনা দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার কর্তৃপক্ষ। তাই কয়েক মাস ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়ায় সভাকক্ষটিতে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার কর্তৃপক্ষ।

অপরদিকে, দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমি অফ কালচার কর্তৃপক্ষ ওই ধর্মীয় সংস্থার বিরুদ্ধে সভাকক্ষটি অপরিষ্কার করে রাখা এবং ভাড়া না মেটানোর অভিযোগ তোলেন। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ তথা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, অন‍্যায় ভাবে একটি বিশেষ সম্প্রদায়ের প্রার্থনার জন্য ভাড়া নেওয়া সভাকক্ষ তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমি ধর্নায় সামিল হয়েছি।


Like Us On Facebook