কর্মরত অবস্থায় মৃত ডিপিএল কর্মীদের পোষ্যরা ফের চাকরির দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখান। কয়েকদিন আগে গ্যামন ব্রীজে পোষ্যরা বিক্ষোভ দেখানোর পর ফল না হওয়ায় শুক্রবার ফের ডিপিএল গেটে বিক্ষোভ দেখয় পোষ্যরা। পোষ্যদের দাবি ডিপিএল কর্তৃপক্ষ পোষ্যদের চাকরি দিতে টালবাহানা করছে অথচ এই ভাবে চললে অনেক পোষ্যর বয়স পেরিয়ে যাচ্ছে। এই ভাবে চললে কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা এবার বৃহত্তর আন্দোলনে নামবো।
Like Us On Facebook