ফাইল চিত্র

দুর্গাপুরের দামোদর ব্যারেজের লকগেট বিপর্যয়ের জের এবার তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পড়ল। বাঁকুড়ার মেজিয়া ও অন্ডালে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সঙ্কট দেখা দিয়েছে। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে বলে জানা গেছে। এবার দুর্গাপুরের ডিপিএল কারখানার ৭ নং ইউনিটেও জলের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেল। ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র একথা জানান।

জানা গেছে, দুর্গাপুর ব্যারেজের লকগেট বিপর্যয়ের জেরে জলের অভাবে ডিপিএল কারখানার ৭ নং ইউনিটটিতে মঙ্গলবার সকাল থেকে জলের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। জানা গেছে, ৭ নং ইউনিটটি ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। প্রতিদিন এই ইউনিট থেকে গড়পড়তায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তবে ৭ নং ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ফলে দুর্গাপুরে পানীয় জলের মতো বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যাবে না বলে দাবি ডিপিএলের জন সংযোগ আধিকারিক স্বাগতা মিত্রের। স্বাগতা মিত্র বলেন, ‘এখন রাজ্য সরকারের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বিভিন্ন পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে সরবরাহ করে থাকে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার সম্ভবনা নেই।’

Like Us On Facebook