করোনায় আক্রান্ত হয়ে শনিবার মৃত্যু হল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের(ডিপিএল) ম্যানেজিং ডাইরেক্টর আশীষ সাহার(৬২)। জানা গেছে, ফুসফুসের সংক্রমণ নিয়ে ৯ সেপ্টেম্বর তিনি সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ কয়েকদিনের লড়াই শেষ হল শনিবার। এদিন দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
২০১৮ সালের ১সেপ্টেম্বর তিনি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হন। চন্দননগরে আদিবাড়ি৷ কলকাতার রাজারহাটের ফ্ল্যাটে থাকতেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক উজ্বল দাস বলেন, শারীরিক সমস্যা নিয়ে ৯ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন উনি। ১১ সেপ্টেম্বর করোনায় আক্রান্তের রিপোর্ট জানতে পারি। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁর মৃত্যু হয়। আমরা একজন অভিভাবককে হারালাম। ঘটনায় শোকের ছায়া ডিপিএলে।