মঙ্গলবার বিকেলে পানাগড় বাইপাসে বেনাচিতি-কৃষ্ণনগর রুটের একটি বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির চালকের। এই ঘটনায় প্রায় ৩৭ জন যাত্রী কমবেশী আহত হয়েছেন। আহতদের পানাগড় হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ১৭ জনকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের এক জন বর্ধমান হাসপাতালে মারা যান। দুর্ঘটনার জেরে ২নং জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। পুলিশ সূত্রে জানা গেছে বাসটি যাত্রী তোলার জন্য রং সাইডে ঢোকায় উল্টোদিক থেকে আসা লরিটি সামনে এসে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে।
অপরদিকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ বর্ধমান-ইন্দাস ভায়া সেহারা বাজার রুটের একটি বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে ইন্দাস গামী বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। বাসটি বাঁকুড়া মোড় পেরিয়ে রিলায়েন্স পেট্রল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। স্থানীয় মানুষ ও পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৯ জনের আঘাত গুরুতর। ২ জনের অবস্থা সংকটজনক তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।