দামোদরের জলে দেখা মিলল ডলফিনের। রবিবার গলসির শিল্ল্যাঘাটে হঠাৎ দেখা মেলে একটি ডলফিনের। সকালে ডলফিনটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জলে ডলফিনটিকে খেলা করতে দেখে ভিড় জমান উৎসুক মানুষজন। অনেকেই ডলফিনের খেলা করার দৃশ্য মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখেন। এলাকার বাসিন্দারা বলেন, ‘বেলা দশটা থেকে দুপুর পর্যন্ত ডলফিনটিকে দেখা যায়। তবে দুপুর আড়াইটার পর আর দেখা যায়নি ডলফিনকে। ডলফিনটি দামোদরের মাঝ বরাবর স্রোতের বিপরীত দিকে যাচ্ছিল।’ তাঁদের অনুমান, ডলফিনটি সমুদ্র বা অন্য কোনও বড় নদী থেকে দামোদরে এসেছে।
এদিকে, পূর্ব বর্ধমানে ভাগিরথী ও খড়ি নদিতে কুমিরের দেখা মেলার পর দামোদরে ডলফিনের দেখা মেলায় বিষয়টি পরিবেশ তথা পশু প্রেমীদের ভাবিয়ে তুলেছে। মূলত খাবারের সন্ধানে বেড়িয়ে পথ হারিয়েই কুমির ও ডলফিনের মতো জলজপ্রাণীরা তাদের স্বাভাবিক বিচরণ ক্ষেত্র থেকে এই নদ-নদিতে ঢুকে পড়ছে বলে মনে করছেন তাঁরা।