অ্যালয় স্টিল প্লান্ট(এএসপি) বাঁচাতে রাজ্যের বিরোধী দলগুলি যদি যৌথ আন্দোলনে এগিয়ে আসে তাহলে আমি তাঁদের স্বাগত জানাব – শনিবার দুর্গাপুরে এসে একথা বলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন। ২১ জুলাই কলকাতায় তৃণমূলের সমাবেশের সমর্থনে এবং কেন্দ্রের এএসপি সহ ৪২ টি রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্নিকরণের বিরুদ্ধে শনিবার দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে নাচন রোড ধরে প্রান্তিকা পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন আইএনটিটিইউসি সভানেত্রী দোলা সেন।
এদিন পদযাত্রা শেষে প্রান্তিকায় জনসভায় দোলা সেন বলেন, ‘সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস ও বিজেপি ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে মোদী সরকার-২কে ফের ক্ষমতায় এনেছে। তাই ওদের আর বিজেপির বিরুদ্ধে লড়াই করার মুখ নেই।’ দোলা সেন পরিসংখ্যান দিয়ে বলেন, ‘সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সিপিএম ২৩%, কংগ্রেস ৮% ও বিজেপির ৯% ভোট পেয়ে রাজ্যে বিজেপি ১৮ টা আসন ও কেন্দ্রে ৩০০ আসন পেল। যদি বিরোধী দলগুি র বিলম্বিত বোধোদয় হয় এবং ৪২ টি রাষ্ট্রায়ত্ব সংস্থার কেন্দ্রের বিলগ্নিকরণের বিরুদ্ধে যৌথ লড়াই করতে এগিয়ে আসে তাহলে আমরা তাঁদের স্বাগত জানিয়ে আমরাও লড়াইয়ে পাশে থাকব।’ এএসপি কারখানা, চিত্তরঞ্জন রেল কারখানা, বিএসএনএল রেল, পাঁচটি এয়ারপোর্ট সহ মোট ৪২ রাষ্ট্রায়ত্ব সংস্থার মোদী সরকারের বিলগ্নিকরণে সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেন দোলা সেন। তিনি এদিন বলেন, ‘লোকসভা নির্বাচন পেরিয়ে যেতেই মোদীর আসল রূপ প্রকাশ পেয়ে গেছে।’ এদিনের পদযাত্রায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি,আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় সহ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?