রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার মধ্য দিয়েই প্রতিবাদ পালন করছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। এনআরএস কান্ডের জেরে রাজ্যের অন্যান্য জায়গায় কমবেশি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হলেও দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েও হাসপাতালে প্রতিদিন চিকিৎসা পরিষেবা চালু রেখেছেন। চিকিৎসকদের উপস্থিতি প্রতিদিনের মতোই রয়েছে আজ, শুক্রবারও।
শুক্রবার সকাল থেকে খবর সংগ্রহ করা পর্যন্ত হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীদের ভিড়ে থিক থিক করছে হাসপাতাল চত্ত্বর। আর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা কালো ব্যাজ পড়ে রোগীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এই বিষয়ে প্রশ্ন করলে দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইন্দ্রজিৎ মাজি বলেন, ‘এনআরএস কান্ডের প্রতিবাদে দেশব্যাপি চিকিৎসারা যেভাবে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সমর্থনে প্রতিবাদে সামিল হয়েছেন সেইভাবে আমরাও কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানানোর পাশপাশি দুর্গাপুর মহকুমা হাসপাতালে আগত রোগীরা যাতে সঠিক চিকিৎসা পরিষেবা পান সেই দিকটি লক্ষ্য রেখেই মানবিকতার খাতিরে চিকিৎসা পরিষেবা চালু রেখেছি।’ তিনি বলেন, ‘দুর্গাপুর মহকুমা হাসপাতালে সমস্ত বিভাগের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?