দুর্গাপুরের ২৪ নং ওয়ার্ডের অরবিন্দপল্লীতে গত কয়েকদিন ধরে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কলের নোংরা জল থেকে এলাকায় ডায়েরিয়া ছড়িয়েছে। বেশ কয়েক জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে দুর্গাপুরে মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য কর্মীরা এলাকায় পৌঁছে ডায়েরিয়া আক্রান্তদের ওআরএস সহ ওষুধ বিতরণ করেন। এলাকায় বিভিন্ন নিকাশি নালায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়। ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর লাভলি রায় এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলেন।
দুর্গাপুর নগর নিগমের জল দপ্তরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় বলেন, দুর্গাপুর নগর নিগমের পানীয় জল থেকে এলাকায় ডায়েরিয়ার প্রকোপ বেড়েছে একথা ঠিক নয়। ওই এলাকায় এডিডিএ ডিপিএলের মাধ্যমে পানীয় জল সরবরাহ করে। স্থানীয় বাসিন্দাদের দাবি কয়েক দিন ধরে কাদা মিশ্রিত পানীয় জল আসছে কলের জলে। ওই জল পান করেই এলাকার বাসিন্দারা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিস্রুত পানীয় জল সরবরাহে কোন ত্রুটি আছে কিনা পুরসভা তা খতিয়ে দেখছে বলে জানা গেছে।