দুর্গাপুজোয় আনন্দমুখর দর্শনার্থীদের দুর্ঘটনা এড়িয়ে নিরাপদে মণ্ডপে মণ্ডপে ঘোরার সুযোগ করে দিতে দুর্গাপুর নগর নিগম যুদ্ধকালীন তৎপরতায় দুর্গাপুরের বিভিন্ন এলাকায় শনিবার থেকে রাস্তা মেরামতির কাজ শুরু করল। তবে সম্পূর্ণ সংস্কার না করে আপাতত কোথাও পিচ আবার কোথাও মোরামের বেহাল রাস্তার সাময়িক হাল ফেরাতে পুরকর্মীরা কাজ শুরু করেছেন। দুর্গাপুরের বিধান নগরের স্টিল পার্ক থেকে মিশন হাসপাতাল, মহকুমা হাসপাতাল, দিল্লী পাবলিক স্কুল সহ বিভিন্ন এলাকায় পিচ দিয়ে তাপ্পি মেরে রাস্তা সারাই শুরু হয়েছে। আবার বেনাচিতি ট্রাঙ্ক রোড টাউনশিপ এলাকায় বেহাল রাস্তার হাল ফেরাতে মোরাম দেওয়ার কাজ চলছে।
Like Us On Facebook