খাবারে ভেজাল রোধে দুর্গাপুর নগর নিগম অভিযান শুরু করল। শনিবার দুর্গাপুরের বেনাচিতি ও ভিড়িঙ্গীর বিভিন্ন হোটেলে খাবারের মান পরখ করতে নগর নিগমের এক বিশেষ দল অভিযান চালায় হোটেল গুলিতে। হোটেলের রান্নাঘর সহ খাবার রাখার জায়গা, খাদ্য দ্রব্যের মান পরখ করেন। অনেক হোটেলের খাদ্য দ্রব্যের নমুনাও ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয় এদিন। জানা গেছে বেনাচিতি ও ভিড়িঙ্গীর বেশ কিছু নামী হোটেলের খাদ্র দ্রব্যে রঙ মেশানোর জন্য খাদ্যের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে, ল্যাবে পরীক্ষার পর ক্ষতিকারক কোন রাসায়নিকের উপস্থিতির প্রমাণ পেলে দুর্গাপুর নগর নিগম  হোটেল গুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলে নগর নিগম সূত্রে জানা গেছে। শনিবারের এই অভিযানে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ লাবলি রায় নেতৃত্ব দেন। যেসব হোটেলে খাবারে রঙ মেশানোর প্রমাণ মিলেছে সেই সব হোটেল গুলির লাইসেন্স সহ দোকানের কাগজপত্র পরীক্ষার জন্য নগর নিগমে হোটেল কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে বলে জানান দুর্গাপুর নগর নিগমের জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের মেয়র পারিষদ লাবলি রায়।

Like Us On Facebook