দুর্গাপুরের বিধান নগরের কোন জায়গায় ৮৯ টাকা আবার কোন জায়গায় ৯৪ টাকা জল কর নিত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এবার থেকে দুর্গাপুর নগর নিগম সিটি সেন্টার সহ দুর্গাপুরের অন্যান্য ওয়ার্ডের মতো ৭০টাকা হারেই বিধান নগরেও বাসিন্দাদের কাছ থেকে জলকর নেবে। বুধবার দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি।
দিলীপবাবু বলেন, এতদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বিধান নগরের বাসিন্দাদের কাছ থেকে জলকর বাবদ কোথাও ৮৯ টাকা আবার কোথাও ৯৪ টাকা নিয়ে এসেছে। বৈষম্য দূর করতে দুর্গাপুর নগর নিগম বিধান নগরের বাসিন্দাদের জল সরবরাহের জন্য জলকরে সমতা রাখতে দুর্গাপুরের সমস্ত এলাকার মতো বিধান নগরেও ৭০টাকা মাসিক জলকর চালু করল। মেয়র এদিন বলেন ডিএমসির সরবরাহকৃত জল পাম্পের সাহায্যে চুরি করলে ভিজিলেন্স টিম তা ধরলে দশ হাজার টাকা স্পট ফাইন এবং পাম্পটি বাজেয়াপ্ত করা হবে ও সাময়িক জল সংযোগ ছিহ্ন করে দেওয়া হবে।
জলকর কমানোর প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র দিলীপ অগস্তি বলেন, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দাবি মতো ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের পুনর্নবীকরণ পদ্ধতির সরলিকরণ করা হয়েছে। তাছাড়া নতুন ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে জটিলতা কমিয়ে যতটা সম্ভব প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হবে।মেয়র বলেন, তবে বিউটি পার্লার বা স্পা সেন্টারের ক্ষেত্রে অসামাজিক কার্যকলাপ রুখতে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে দুর্গাপুর নগর নিগম কড়া মানসিকতা নিয়েছে। বিউটি পার্লার বা স্পা সেন্টারের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখালে তবেই মিলবে ট্রেড লাইসেন্স।