এই অনুষ্ঠান চলাকালীন হুমকি ফোন পান প্রভাতবাবু

দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ তথা আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যাকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। রবিবার সিধু কানহু স্টেডিয়ামে নগর নিগমের প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদানের সনাক্তকরন অনুষ্ঠান চলাকালীন এক হুমকি ফোন পান প্রভাত বাবু। হিন্দি ভাষায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান প্রভাতবাবু বর্ধমান ডট কমকে। তিনি মহানাগরিক অপূর্ব মুখার্জীর পরামর্শে কাল বিলম্ব না করে দুর্গাপুর থানার অন্তর্গত ওয়ারিয়া ফাঁড়িতে রবিবারই একটি অভিযোগ দায়ের করেন বলে জানান দুর্গাপুর নগর নিগমের এই পিডব্লুডি’র মেয়র পারিষদ। সোমবার পর্যন্ত হুমকি ফোন নিয়ে পুলিশ সূত্রে বিশদ না জানতে পারলেও প্রভাতবাবু বর্ধমান ডট কমকে সোমবার বলেন, শুনছি ওই হুমকি ফোনটি ওড়িষা থেকে এসেছিল। কোন অপ্রাপ্তবয়স্ক ছেলে আমার মোবাইলে ফোনটি করেছিল। কিন্ত হুমকি ফোনের বিষয়ে পুলিশ থেকে এখনও পর্যন্ত কিছু না জানাতে পারার কথা বলেন প্রভাত বাবু। দুর্গাপুরের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক মোদী  বিশদে কিছু না বললেও হুমকি ফোনের তদন্ত চলছে বলে জানান।

Like Us On Facebook