মাত্র এক টাকার বিনিময়ে ব‍্যাকটেরিয়া মুক্ত এক লিটার বিশুদ্ধ পানীয় জল সাধারণ মানুষকে দিতে দুর্গাপুর নগর নিগম দুর্গাপুরের ১৫ টি জায়গায় ‘ওয়াটার এটিএম’ বসানোর কাজ প্রায় সম্পূর্ণ করতে চলেছে বলে জানা গেছে। দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে, যত শীঘ্র সম্ভব সাধারণের জন্য এই এটিএম গুলি খুলে দেওয়া হবে।

দুর্গাপুরের বিধান নগরের দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে, দুর্গাপুর স্টিল টাউন শিপের ডিএসপি হাসপাতালের সামনে, আশিষ মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর স্টেশন রোড ও গোপাল মাঠ সহ মোট পনেরোটি জায়গায় ওয়াটার এটিএম বসানোর কাজ চলছে জোর কদমে। জানা গেছে, এক একটি ওয়াটার এটিএম তৈরি করতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হচ্ছে দুর্গাপুর নগর নিগমের। দুর্গাপুর নগর নিগমের এলাকায় দুর্গাপুর নগর নিগম জল সরবরাহ যেমন করবে তেমনই দুর্গাপুর স্টিল টাউন শিপের ওয়াটার এটিএম গুলির জল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সরবরাহ করবে।

দুর্গাপুর নগর নিগমের জল দপ্তরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় বলেন, শরীর সুস্থ রাখতে শুদ্ধ পানীয় জল পান এখন খুব প্রয়োজন। কিন্তু বাজারে এক লিটারের এক বোতল মিনারেল ওয়াটারের দাম কুড়ি টাকা। অনেক মানুষের ইচ্ছে থাকলেও সেই জল কিনে পান করতে পারছে না। সেই চিন্তা করেই দুর্গাপুর নগর নিগম মাত্র এক টাকার বিনিময়ে এক লিটার ব‍্যাকটেরিয়া মুক্ত শুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য ওয়াটার এটিএম বসানোর সিদ্ধান্ত নেয়। পবিত্রবাবু বলেন, বর্তমানে দুর্গাপুরের পনেরোটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় ওয়াটার এটিএম বসানোর কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই ওয়াটার এটিএম গুলি চালু করে দেওয়া হবে। দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে, এই ওয়াটার এটিএম গুলির জল যাতে অসাধু ব্যবসায়ীরা সংগ্রহ করে উচ্চ দামে খোলা বাজারে বিক্রি করতে না পারে সেই জন্য কড়া নজরদারির ব‍্যবস্থা করবে দুর্গাপুর নগর নিগম।

Like Us On Facebook