এবারের পঞ্চায়েত ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সাবেদ আলী মল্লিকের ছেলে সহরম মল্লিকের হাত ও পায়ে কোপালো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের মনোহর সুজাপুর গ্রামে।
জানা গেছে, সোমাবার সকালে ধানের বীজতলায় কাজ করছিল সহরম, সি সময় একদল দুষ্কৃতী সহরমের উপর চড়াও হয়। রড, লাঠি দিয়ে মারধরের পাশাপাশি কুডুল দিয়ে কোপানো হয়। দুই পা ও বাম হাতে গুরুতর আঘাত লাগে। এলাকাবাসীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত ভোটের আগে থেকেই এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল। এই বিবাদকে কেন্দ্র করেই এদিনের এই হামলা বলে মনে করছেন স্থানীয় মানুষজন।
Like Us On Facebook