নিমাই গড়াই, চেয়ারম্যান, ২নং বোরো

পুর-নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর নগর নিগম শহর পরিচ্ছন্নতায় এগিয়ে এল। শহরের বিভিন্ন নোংরা আর্বজনা যাতে সঠিক ভাবে ফেলা হয় তার জন্য এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছে দুর্গাপুর নগর নিগম। তার মধ্যে অন্যতম হল ডাস্টবিন বিতরণ। দুর্গাপুরের অন্যতম জনবহুল ও ব্যস্ত বাজার এলাকা হল ভিড়িঙ্গী থেকে বেনাচিতি বাজার। প্রাথমিক ভাবে এই এলাকাকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতীক হিসাবে ব্যবসায়ীদের প্রত্যেক দোকানেই একটি করে ডাস্টবিন দেওয়া হবে। ব্যবসায়ীরা তাঁদের দোকানের নোংরা ও আর্বজনা ওই ডাস্টবিনেই ফেলবেন। নগর নিগমের কর্মীরা ওই নোংরা আর্বজনা প্রতেকদিন সকালে  নিয়ে যাবে সংশ্লিষ্ট গাড়িতে। কয়েকটি স্কুলে ইতিমধ্যে এই ডাস্টবিন দেওয়া হয়েছে। ভিড়িঙ্গী বেনাচিতির পর দুর্গাপুরের অন্যান্য ওর্য়াডেও একই ভাবে ডাস্টবিন বিতরণ করা হবে বলে ডিএমসি সূত্রে জানা গেছে। খুব শীঘ্রই দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখার্জ্জী বেনাচিতির ব্যবসায়ীদের এই ডাস্টবিন উপহার দেবেন বলে জানা গেছে। ২নং বোরো চেয়ারম্যান নিমাই গড়াই বর্ধমান ডট কমকে বলেন, ‘প্রাথমিক ভাবে এই এলাকায় ৬০০ ডাস্টবিন ব্যবসায়ীদের বিতরণ করা হবে। মেয়র অপূর্ব মুখার্জ্জী বিতরণ করবেন ডাস্টবিনগুলি। শহর পরিচ্ছন্ন রাখতে আমরা দায়বদ্ধ।’