dmc-lift-inaugurationসোমবার দুর্গাপুর নগর নিগমের নতুন বোর্ড রুম ও লিফ্টের শুভ সূচনা করলেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। নতুন লিফ্ট পেয়ে বয়স্ক ও প্রতিবন্ধিরা খুশি। এতদিন নগর নিগমে বিভিন্ন কাজে আসা বয়স্ক ও প্রতিবন্ধিরা চরম অসুবিধার সম্মুখিন হতেন। আজ সেই সমস্যার সমাধান করল দুর্গাপুর নগর নিগম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় সহ দুর্গাপুর নগর নিগমের অন্যান্য আধিকারিকবৃন্দ।