বীরভানপুর মহাশ্মশানে দাহ করে দুই বাইক আরোহী রবি দাস ও গৌতম যাদব বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে ক‍্যানেলের ভাঙা গার্ডওয়াল দিয়ে পড়ে গিয়ে সলিলসমাধি হয়। রাতের অন্ধকারে নিজেদের জীবন বিপন্ন করে সারা রাত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দামোদরের ক‍্যানেলের জলে তল্লাশি চালান বীরভানপুরের পাঁচ যুবক তারক গাঙ্গুলি, সুনীল বিশ্বাস, হরেকৃষ্ণ বিশ্বাস, অরুণ বিশ্বাস ও নীলু বাগদি। ভোর রাতে নিখোঁজ রবি দাসের বাইকটিকে এই পঞ্চপান্ডবই উদ্ধার করেন। পরে রবিদাস ও গৌতম যাদবের মৃতদেহও তাঁরা ক‍্যানেলের জল থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নিখোঁজদের উদ্ধারের জন্য ক‍্যানেলের পাড়ে আসার আগেই দেহ উদ্ধারের কাজ সম্পন্ন করে দেণ এই পঞ্চপান্ডব। কেবলমাত্র এই রবিদাস ও গৌতম যাদবের মৃতদেহ উদ্ধারই নয়, ইতিপূর্বে দামোদরের জলে তলিয়ে যাওয়া অনেকের নিথর দেহ জল থেকে উদ্ধার করে প্রিয়জনদের হাতে এরা তুলে দিয়েছেন। দামোদর ও আশেপাশের জলাশয়ে তলিয়ে যাওয়া মানুষদের উদ্ধারে বারবার নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন এই পঞ্চপান্ডব।

দুর্গাপুর নগর নিগমের ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ দুর্গাপুর নগর নিগম বৃহস্পতিবার সকালে তারক গাঙ্গুলি, সুনীল বিশ্বাস, হরেকৃষ্ণ বিশ্বাস, অরুণ বিশ্বাস ও নীলু বাগদিকে সম্মানিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর শিপুল সাহা ও দুর্গাপুরের কোকওভেন থানার ওসি সন্দীপ দাস।




Like Us On Facebook