ডেঙ্গি সহ মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত ঠেকাতে গত কয়েক বছর ধরেই দুর্গাপুর পুরসভা গাপ্পি মাছের ব্যবহার শুরু করেছে। গাপ্পি মাছের খাদ্য হল মশার লার্ভা। মশার বংশবিস্তার রুখতে গাপ্পি মাছের ব্যবহারে সুফল মেলায় দুর্গাপুর পুরসভার ৪৩টি ওয়ার্ডে এবারও মশা নিধনে প্রায় চার লক্ষ গাপ্পি মাছ ছাড়া হল।
ডেঙ্গির জীবাণু বহনকারী মশার লার্ভা ধ্বংস করতে ওস্তাদ গাপ্পি মাছ দুর্গাপুর পুরসভার সবকটি ওয়ার্ডের বিভিন্ন জমা জল বা জলাশয়, ডোবা, পুুুুুকুরে যেখানে মশার লার্ভা জন্মায় সেখানে ছাড়া হয় এই মাছ। দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ রাখী তিওয়ারী জানান, দু-সপ্তাহ অন্তর আমাদের তরফে শহর জুড়ে সার্ভে করা হচ্ছে যাতে মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত না হয়। সেই উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মধ্যে এই গাপ্পি মাছ একটি। আমাদের হাতে আরও দশ হাজার মাছ রাখা আছে। যদি কোনো ওয়ার্ডে বেশি প্রয়োজন পড়ে তখন দেওয়া যাবে।