.
সোমবার পশ্চিম বর্ধমানে ভোট। রবিবার দুর্গাপুর নগর নিগমের সামনে ভোট বয়কটের ডাক দিয়ে প্রতীকি বিক্ষোভ দেখালেন নগর নিগমের প্রায় ১৭০০ জন সাফাইকর্মী। সাফাইকর্মীরা সপরিবার এবার ভোট দিতে যাবেন না বলে সাফ জানিয়ে দেন। এই সাফাইকর্মীরা দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার। সাফাইমকর্মীদের দাবি, মুখ্যমন্ত্রী ২০২ টাকা করে প্রতিদিনের বেতন ঘোষণার পরও ১৪৪ টাকা করে দেওয়া হচ্ছে। তাঁরা বলেন, ‘বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দীর্ঘদিন বিক্ষোভ, আন্দোলন করছি আমরা। কোন দাবি মানা হচ্ছে না। করোনা কালে সুরক্ষার জন্য মাস্ক, সাবানও ঠিকমতো দেওয়া হচ্ছেনা। তাই এই ভোট বয়কটের ডাক দিয়েছি আমারা।
Like Us On Facebook