ফের বর্ধমান জেলা জুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় নড়েচড়ে বসল জেলা প্রশাসন। পরিস্থিতি পর্যালোচনা করতে দ্রুত টাস্ক ফোর্সের বৈঠক ডাকা হয়েছে। চলতি সপ্তাহেই এই টাস্ক ফোর্সের বৈঠক হওয়ার সম্ভাবনা। একইসঙ্গে জেলা পরিষদের পক্ষ থেকেও জনস্বাস্থ্য স্থায়ী সমিতির বৈঠক ডাকা হয়েছে মঙ্গলবার। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, জনস্বাস্থ্য স্থায়ী সমিতির বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে বিশেষভাবে পর্যালোচনা করা হবে। সংক্রমণ ঠেকাতে কি ধরণের ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। তিনিও জানিয়েছেন, ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। তাই প্রশাসনিকভাবে সংক্রমণ ঠেকাতে তাঁরা চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার জেলায় করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৪২-এ। আরও উদ্বেগের কারণ হয়েছে খোদ জেলা সদর বর্ধমান শহর তথা বর্ধমান পুরসভাতেই দ্রুত বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। রবিবার সংক্রমণের সংখ্যা ছিল ৯, সোমবারই তা বেড়ে হয় ১১। গোটা জেলায় সোমবার মোট ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত গোটা জেলায় প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৮৯ শতাংশ। দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৭৮ শতাংশ এবং বুস্টার বা তৃতীয় ডোজ নিয়েছেন ৪.৫ শতাংশ। ফলে একদিকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার কাজ করা এবং তারই সঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন নতুন কি পদক্ষেপ গ্রহণ করে তার দিকেই তাকিয়ে এখন জেলাবাসী।

Like Us On Facebook