করোনা মোকাবিলায় দুর্গাপুর শহরকে জীবাণুমুক্ত রাখতে রাসায়নিক স্প্রে করার দুটি ট্রাক্টর নির্ভর ডিসইনফেকশন স্প্রে মেশিন কিনল দুর্গাপুর পুরসভা। দুর্গাপুরের সিএমইআরআই এই মেশিন দুটি দুর্গাপুর পুরসভার হাতে তুলে দিয়েছে। দুর্গাপুরের সিএমইআরআই-এর বিজ্ঞানীদের তৈরি এই ট্র্যাক্টর নির্ভর রোড স্যানিটাইজার মেশিনগুলি বিজ্ঞানসম্মত উপায়ে শহরকে জীবাণু মুক্ত রাখবে বলে সিএমইআরআই-এর বিজ্ঞানীদের দাবি।
এর আগে আসানসোল পুরসভাও ৪টি এই ধরণের ডিসইনফেকশন স্প্রে মেশিন বরাত দেয়। সিএমইআরআই কর্তৃপক্ষ সেই ৪টি মেশিন ইতিমধ্যেই সরবরাহ করেছে। আর তখনই দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে সিএমইআরআই-এর কাছে ২টি রোড স্যানিটাইজার মেশিন তৈরির বরাত দেওয়া হয়। সেই বরাত দেওয়া মেশিন দুটি সিএমইআরআই কর্তৃপক্ষ মঙ্গলবার দুর্গাপুর পুরসভার হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে।
Like Us On Facebook