বিরোধীদের অভিযোগের জবাব দিতে ৩১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজিত এক সভায় শুধুমাত্র ওয়ার্ডের কর্মী সমর্থকদের যোগদান নিশ্চিত করতে ভোটার কার্ড দেখে প্রবেশাধিকার দিল ৩১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। বিরোধী শিবিরের বরাবরই অভিযোগ শাসকদলের কর্মীসভায় বহিরাগতরাই সভার মাঠ ভরায়। সেই দুর্নাম ঘোচাতে শাসকদল শনিবার এক কর্মীসভায় দলীয় সদস্যদের ভোটার কার্ড নিয়েই সভায় প্রবেশের সুযোগ দেওয়া হয়।

জানা গেছে, ৩১ নং ওয়ার্ডে শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ণালী দাসের নির্বাচনী প্রচারের এক কর্মীসভা ছিল। সেই সভায় ভোটার কার্ড দেখে দলীয় কর্মী ও সমর্থক এমনকি স্থানীয় মানুষকেও সভায় প্রবেশের জন্য ভোটার কার্ড নিয়ে যেতে হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বর্ণালী দাস, আসানসোল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন, সাংসদ মমতাজ সংঘমিতা, দুর্গাপুর শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম মুখার্জী, তৃণমূল নেতা শঙ্করলাল চ্যাটার্জী ও ৩ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ভীমসেন মন্ডল। জানা গেছে ১৯৭ থেকে ২০৫ নং বুথ, মোট ৯ টি বুথের কর্মী-সমর্থকরা ভোটার কার্ড হাতে করেই তৃণমূলের শনিবারের নির্বাচনী প্রচার শুনতে যান।

Like Us On Facebook