দুর্গাপুরের তামলা ফ্রি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত জয় বাংলা পেনশন স্কিম ক্যাম্পের সূচনা করতে এসে বুধবার দুর্গাপুর মহকুমার বিভিন্ন রাস্তার বেহাল রাস্তা পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি। জেলাশাসক পূর্ণেন্দু মাজি এদিন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে সহ দুর্গাপুর পুরসভার আধিকারিক এবং দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকদের নিয়ে স্টিল টাউনশিপের বিভিন্ন বেহাল রাস্তা পরিদর্শন করেন। সামনে পুজো, তাই প্রশাসন এবার তৎপরতা শুরু করলো বেহাল রাস্তা সংস্কারের জন্য।
দুর্গাপুরের বেহাল রাস্তা নিয়ে বিরোধীরা দুর্গাপুরে লাগাতার আন্দোলন করেছেন। দুর্ঘটনা রোধ করতে প্রতীকি আন্দোলন করতে বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদে সরব সব রাজনৈতিক দল। এবার রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্গাপুরের মহকুমাশাসককে সঙ্গে নিয়ে বিভিন্ন রাস্তা পরিদর্শন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের জন্য ক্যাম্প ঘুরে দেখলেন জেলাশাসক। এদিন জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, আজ বিভিন্ন রাস্তাগুলো দেখতে এসেছি। সংস্কারের প্রস্তাব আগেই পাঠানো হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আশা করা হচ্ছে শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।