উচ্চ স্ল্যাব থেকে বাঁচতে তিন মাসে নয় মাসিক বিল দেওয়ার আর্জি, দুর্গাপুরের ব্যবসায়ীদের জন্য দুর্গাপুর থেকেই ফুড লাইসেন্স দেওয়ার ব্যবস্থা সহ বিভিন্ন বেসরকারি সংস্থার বিভিন্ন সমস্যার সমাধান করতে শনিবার দুপুরে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে দুর্গাপুরের বিভিন্ন সংস্থার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসেন।
এদিনের মিটিংয়ে দুর্গাপুরের মহকুমাশাসক ডা. শ্রীকান্থ পাল্লী সহ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, আজকের এই মিটিংয়ে দুর্গাপুরের বিভিন্ন কেবল অপারেটর সংগঠন, বিল্ডার্স, হোটেল, স্মল ইন্ডাস্ট্রিজ সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা জেলাশাসককে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মিটিংয়ে। জানা গেছে, জেলাশাসক শশাঙ্ক শেঠি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরদের বিভিন্ন দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।