দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট স্টেডিয়ামে একদিনের জেলা স্কুল অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হল। বিভিন্ন বিভাগে বর্ধমান জেলার বিভিন্ন স্কুলের প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী অংশ নেয়।
বিশিষ্ট ক্রীড়াবিদদের উজ্জ্বল উপস্থিতিতে এই প্রতিযোগিতা অন্যমাত্রা পেয়েছে। দুর্গাপুরের মহানাগরিক অপূর্ব মুখার্জী, দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অমিতাভ বন্দোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুদেব রায় প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মনযোগী হওয়ার পরামর্শ দেন।
ছাত্র-ছাত্রীরা পড়াশোনা পাশাপাশি এখন খেলাধুলাকেও গুরুত্ব দিচ্ছে। এটাই আমাদের বড় সাফল্য। – চণ্ডীচরণ ঘোষ
জেলা স্কুল অ্যাথলেটিক মিটের এক কর্মকর্তা চণ্ডীচরণ ঘোষ বলেন,”বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের স্কুল থেকে প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী আজকের এই অ্যাথলেটিক মিটে অংশ নিয়েছে। ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে বিভিন্ন বিভাগে অংশ নেয়। ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি এখন খেলাধুলাকেও গুরুত্ব দিচ্ছে। এটাই আমাদের বড় সাফল্য।”