সোমবার দুর্গাপুরের বামুনাড়ার দি নেশন হাসপাতাল সিল করে দিল স্বাস্থ্য দফতর। হাসপাতালের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ ছিল বলে জানা গেছে। আবাসনের নীচের তলায় হাসপাতাল আর উপরে আবাসিকরা থাকেন, একই সিঁড়ি দিয়ে সাধারণ রোগী ও কোভিডের সময়ে কোভিড রোগী এবং আবাসনের আবাসিকদের যাতাযাত। এই নিয়ে আবাসিক ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল। এরইমধ্যে হাসপাতাল চালু রাখার জন্য প্রয়োজনীয় বিভিন্ন নথি স্বাস্থ্য দফতরে জমা না দেওয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
গত মাসের ২১ তারিখ জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নোটিশ দিয়ে নির্দেশ দেওয়া হয় ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য। তারপারেও পুনর্নবীকরণের নথি জমা পড়েনি বলে অভিযোগ স্বাস্থ্য দফতরের। শেষমেষ আজ সোমবার হাসপাতালে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক ও উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা হাসপাতালে এসে সিল করে দেন হাসপাতালটিকে।
এই হাসপাতালের কর্মীদের অভিযোগ, প্রাপ্য ৩-৪ মাস বেতন বকেয়া রয়েছে হাসপাতালের। তাঁরা বলেন, ‘প্রশাসন সিল করায় দুশ্চিন্তায় পড়লাম আমরা।’ অন্যদিকে হাসপাতালে বন্ধ হওয়ায় খুশি আবাসনের আবাসিকরা। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে হাসপাতাল কর্তৃপক্ষের আধিকারিকরা কোন কথা বলতে অস্বীকার করেন।