কাঁসা, পিতল সহ আন্যান্য ধাতু দিয়ে প্রায় ৩০০ কেজি ওজনের প্রতিমা বানিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে দুর্গাপুর সি-জোন অঞ্চলের বুদ্ধবিহার সর্বজনীন পুজো কমিটি। পুজো উদ্বোধন করতে এসে মন্ত্রী স্বপন দেবনাথ বিভিন্ন ধাতুর তৈরি এই প্রতিমা দেখে মুগ্ধ হন এবং প্রতিমাটি সংরক্ষণ করার উদ্যোগ নিতে পরামর্শ দেন পুজো কমিটির উদ্যোক্তাদের। পুজো শেষ হতেই উদ্যোক্তারা এই প্রতিমা সংরক্ষণের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন।

c-zone-durga1

দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাও এই প্রতিমা সংরক্ষণের জন্য জেলাশাসক সৌমিত্র মোহনকে অনুরোধ করেছেন। জেলাশাসক এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। জেলাশাসকের স্বপ্নের প্রকল্প প্রস্তবিত জেলার ‘মিউজিয়ামে’ এই প্রতিমাটি রাখার প্রক্রিয়া শুরু হয়েছে।

উদ্যোক্তারা জানান, “প্রতিমাটিকে সংরক্ষণ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। মহকুমাশাসক দশমীর দিন আমাদের প্রতিমা দর্শন করেন এবং তিনি প্রতিমাটি দেখে অভিভূত। তিনি সংরক্ষণের বিষয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন Whats App-এর মাধ্যমে। আমরা চাই প্রতিমাটি কোন সংগ্রহশালায় রাখা হোক, যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে উপযুক্ত দাম পেলে প্রতিমাটি বিক্রি করে দেব”।

প্রতিমা শিল্পী সোমনাথ আধিকারি জানান, “২৮০ কেজি কাঁসা ও পিতল সহ কাঁসা, পিতলের তৈরি আন্যান্য সামগ্রী দিয়ে এই প্রতিমা তৈরিতে প্রায় ৫.১০ লক্ষ টাকা খরচ হয়েছে। এটি তৈরি করতে সময় লেগেছে ৪ মাস। এই প্রতিমা তৈরিতে সহযোগিতা করেছেন আর এক শিল্পী প্রভাত মাজি”।