রাস্তা তৈরিকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগ বর্ধমানের কলিগ্রামে। অবিলম্বে রাস্তা তৈরি করতে হবে এই দাবি নিয়ে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করলেন পড়ুয়া ও স্থানীয়রা। দীর্ঘক্ষণ বর্ধমান-নবদ্বীপ রোডে অবরোধ চলার পর অবরোধ উঠলেও অচলাবস্থা কাটল না। অপরদিকে, বুধবার রাস্তা তৈরি বাতিল করার দাবিতে জেলাশাসকের কাছে আর্জি জানিয়েছিলেন এলাকার কয়েকজন চাষী।

বিতর্কের সূত্রপাত বর্ধমান ১ নম্বর ব্লকের কলিগ্রাম হাটতলা এলাকায়। বাংলার গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরিতে জোর করে জমি নিয়ে নেওয়ার অভিযোগ তোলেন কয়েকজন কৃষক। চাষীরা ইতিমধ্যেই এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। এলাকার চাষীরা অভিযোগ করছেন, কলিগ্রাম হাটতলা থেকে টুবগ্রাম যাওয়ার জন্য এলাকার চাষীদের স্বার্থেই ১৯৭৪ সালে স্বেচ্ছায় জমি দিয়ে একটি রাস্তা তৈরি করা হয়। কিন্তু সম্প্রতি সেই রাস্তাকেই বাংলা সড়ক যোজনায় আরও চওড়া করা হচ্ছে। আর এই চওড়া করতে গিয়ে কলিগ্রামের কয়েকজন চাষীর রাস্তার দুপাশের জমি নেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু এব্যাপারে চাষীদের কোন সম্মতিই নেওয়া হয়নি বলে তাঁরা অভিযোগ করছেন। অন্যদিকে আজ, বৃহস্পতিবার পড়ুয়া সহ গ্রামবাসীদের অন্য অংশের দাবি এই রাস্তাটি করা খুবই প্রয়োজন। রাস্তা না হলে উন্নয়ন থমকে যাবে। বর্ষাকালে রাস্তার হাল খুবই খারাপ থাকে। তাই অবিলম্বে রাস্তাটি তৈরি করা হোক।

Like Us On Facebook