বেশ কয়েক বছর আগেও শীতের মরসুমে অণ্ডালের উখরার ঝিল বিভিন্ন ধরনের পারিযায়ী পাখিদের ঠিকানা ছিল। কিন্তু ঝিলটি সংস্কারের অভাবে প্রায় বুজে যায়। ৪২ একর জমিতে অবস্থিত এই ঝিলটিকে স্থানীয় মানুষ শুকো পুকুর বলেন। ঝিলটি সংস্কারের অভাবে নোংরা আবর্জনাতে ভরে ছোট্ট একটি পুকুরের রুপ নেয়। আর দেশ-বিদেশের বিভিন্ন পরিযায়ী পাখির দল আস্তে আস্তে উখরার এই ঝিল থেকে মুখ ফিরিয়ে নেয়।

গত দু’বছর ধরে পারিয়ায়ী পাখির দলের আর দেখা পায়নি উখরাবাসী। এবছর স্থানীয় মানুষ প্রাচীন এই ঝিলটি সংস্কারের উদ্যোগ নেন। সংস্কারের পর ঝিলটি আগের রূপ ফিরে পায়। কিন্তু কোথায় সেই পারিয়ায়ী পাখির দল! শীতের মরসুমে এবছর একদিনের জন্যও সেই পারিযায়ী পাখিদের দেখা মেলেনি এই ঝিলে। উখরাবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পারিয়ায়ী পাখির দলের জন্য।

Like Us On Facebook