শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ধমান উত্তর উৎসব। উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বর্ধমান উত্তর উৎসবের সভাপতি নুরুল হাসান জানিয়েছেন, দ্বিতীয় বর্ধমান উত্তর উৎসব কাঁপাতে আসছেন ২১জন শিল্পী।

নুরুল হাসান বলেন, ‘একটা সময় বর্ধমানের এই ভোতাড় পাড়, নেড়োদিঘি অঞ্চল জুড়ে রমরমা ছিল জুয়া আর চটুল লেটো গানের আসর। যা গোটা এলাকাকে কলুষিত করছিল। প্রশাসনিকভাবে বিষয়গুলি আটকানোর চেষ্টা করা হলেও অনেক সময়ই গোপনে চলছিল এইসব ঘটনা। এরপরই গতবছর থেকে এলাকায় কৃষি, শিল্প, সংস্কৃতি ও সম্প্রীতির লক্ষ্যে তিনি উদ্যোগ নেন এই বর্ধমান উত্তর উৎসবের। প্রথম বছরেই উৎসব মাতিয়ে যান প্রখ্যাত সঙ্গীত শিল্পী মহম্মদ আজিজ। তিনি সম্প্রতি পরলোক গমন করেছেন। কিন্তু তাঁর জায়গায় আসছেন তাঁর মেয়ে সানা মহম্মদ আজিজ। এছাড়াও বিভিন্ন দিনে থাকছেন প্রখ্যাত শিল্পীরা।’ নুরুল হাসান জানিয়েছেন, উৎসবে থাকছে রাজ্য শ্রম দফতর এবং কৃষি দফতরের দুটি স্টল ছাড়াও ২৫টি স্টল। প্রাথমিকভাবে উৎসবের বাজেট রাখা হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা।

Like Us On Facebook