দুর্গাপুরে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের বিশেষ বৈঠক। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সুরজিৎ কর পুরকায়স্থ মঙ্গলবার দুর্গাপুর গেস্ট হাউসে দক্ষিণবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের আইজি ও ডিআইজি সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন। জানা গেছে জেলা ভাগের আগে রাজ্য পুলিশের ডিজির এই বৈঠকের যথেষ্ট তাৎপর্য রয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের বৈঠক প্রসঙ্গে কিছু না বললেও ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থ বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের রুটিন বৈঠক হল। জাতীয় সড়কে বেড়ে চলা দুর্ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দুর্ঘটনা রোধ করতে পুলিশ কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সেই সব বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।’
Like Us On Facebook